Advanced SEO and Digital Marketing Program

Categories: Course
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

কোর্সের বিবরনঃ

আপনার কি নিজস্ব কোন বিজনেস আছে? আপনি কি Affiliate Marketing করতে চান? নাকি e-commerce website করে লক্ষ লক্ষ টাকা আয় করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্য। বর্তমান সময়ে যে কোন ব্যবসায় লাভবান হতে হলে Google এ প্রথম পেজে আপনার Article & Website থাকা উচিত। কারন মানুষ Google এর প্রথম পেজ থেকেই Article পড়ে বা কেনা কাটা করে। অর্থাৎ Google এর প্রথম পেজ থেকে কেউ কেনাকাটা করে না। তাই আপনার ব্যবসায় লাভবান হওয়ার জন্য এবং সর্বোপরি Website এর Traffic বাড়ানোর জন্য SEO জানা অত্যাবশক।

এই বৈশ্বিক মহামারীতে (COVID-19) অনলাইন ব্যবসার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনাকে Google এর প্রথম পেজে আসতেই হবে। আমরা জানি বিভিন্ন ধরনের Ads Campaign করে Google এর Top Page এ আসা যায় (আমাদের কোর্সে সকল প্রকার Ads Campaign শেখানো হবে) কিন্তু তা অনেক Costly । এই সমস্যা সমাধানের জন্য  SEO শেখা অত্যন্ত জরুরী।

Our next batch will start within

SEO করার কথা বললেই কয়েকটি প্রশ্ন আমাদের মাথায় চলে আসে।

প্রশ্ন-১ আমার তো  Website নেই আমি কি SEO করতে পারব?
প্রশ্ন-২ আমি তো গ্রাফিক ডিজাইন জানি না।

প্রশ্ন-৩ আমি তো কন্টেন লিখতে জানি না।

প্রশ্ন-৪ আমার তো ফ্রিল্যান্সিং নিয়ে কোন অভিজ্ঞতা নেই।

প্রশ্ন-৫ আমার তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কোন ধারনা নেই।

প্রশ্ন-৬ ভালো  Freelancer বা Online ব্যবসায়ি হওয়ার জন্য আমার কি এর বাইরে অন্য কোন কোর্স করা লাগবে?

এই সব সমস্যার সমাধান দিবে  Softnmart Limited.  অনলাইন জগতে আপনার ক্যারিয়ার গড়ে দেয়ার দায়িত্ব আমাদের। এইখানে আমরা ফ্রিল্যান্সিং জগতের ABC  থেকে শুরু করে  Advanced Level এ পৌঁছে দিব।

আমাদের কোর্সটাকে সাজিয়েছি এইভাবে।

আমরা প্রথম  Niche Research  করে (যেটা স্টুন্ডেটদের জন্য ভালো হবে) একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শিখাবো।

আপনি কি চিন্তিত হয়ে পড়ছেন কোডিং নিয়ে?

সে চিন্তা আমাদের। একেবারে 0 Coding  দিয়ে ওয়েবসাইট বানানো শিখানো হবে।

ওয়েবসাইট তৈরী করতে যা যা লাগে যেমনঃ

-Logo

-Banner

-Content etc.

সবই আপনাদের শিখানো হবে।

এরপর আপনার ওয়েবসাইটকে  SEO করে Google এর Top এ আনবো। এবং যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম না হয় আমরা ততদিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো।

তারপর আপনাদের  E-commerce  সহ সকল ধরনের ওয়েবসাইট এর  SEO করা শিখানো হবে।

এখন আপনি ভাবছেন এখানেই কি শেষ?

নাহ আপনাকে বোনাস হিসাবে আরও শিখাবো বিভিন্ন ধরনের Ads Campaign করা (Google Ads, Facebook Ads Campaign etc.) ও Social Media Marketing।

আপনাকে আরও পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য আমাদের আছে ইন্টার্নশীপ ব্যবস্থা।

আপনি যদি অন্য কোন কোম্পানীতে জব করতে চান এবং কাজের জন্য ১০০% উপযুক্ত হন তাহলে আমরা আপনাকে কাজের ব্যবস্থা করে দিব।

 

কোর্সের উদ্দেশ্যঃ

Softnmart Limited এর এই কোর্সের উদ্দেশ্য হল এই কোর্সের মাধ্যমে আপনি Digital Marketing ও SEO সম্পর্কে একটি সঠিক Updated Guideline দেয়া।  SEO, Graphic, Content Writing & Digital Marketing  শিখিয়ে আপনাকে করে তুলবে একজন সত্যিকারের নেতৃত্বদানকারী  Leader.

এই  Course করার পর আপনি চাকরি খুঁজবেন?

আপনার উত্তর যদি হয় হ্যাঁ তাহলে এই  Course আপনার জন্য না।  Job ই আপনাকে খুঁজবে। এটাই Softnmart এর উদ্দেশ্য।

কেন এই  Course টি হতে পারে আপনার জন্য Life Changing Solution?

১. সম্পূর্ণ ক্লাসটি হবে বাংলা লাইভ ক্লাস (আমরা Recorded Class কে বিশ্বাস করিনা। কারন এখানে ছাত্র/ছাত্রীরা প্রশ্ন করতে পারেন না)।

২. Live Practical Class হয়ায়  Students  এর কাজ করতে কোন সমস্যা হওয়ায় খুব অল্প সময়ে আমরা সমস্যা সমাধান করে দেই।

৩.  Theory and Fully Practical Class

৪. এই কোর্সটা সম্পূর্ন নতুনদের জন্য এবং ১০০% আয় করে ক্যারিয়ার গড়ার উপযোগী।

৫. ৬ মাসের কোর্স (Theory + Internship).

৬.  SEO Industry এর একদম শুরুর Level থেকে শুরু করে Advance Level এ আমরা পৌঁছে দেই।

৭.  এটি শুধু Live Class নয়। ক্লাস শেষে আমরা ক্লাসের Recorded Video দিয়ে দেয়। যাতে করে Students ভবিষ্যত্ব এ তাদের প্রয়োজনে যে কোন সমস্যায় এই ক্লাস দেখে নিজেদের Problem solve করতে পারে।

৮. আমরা শুধু কোর্স করিয়ে হারিয়ে যাই না । বরং আজীবন আপনার যে কোন প্রয়োজনে সদা তৎপর।

৯. আমরা  Facebook বা E-mail এর মাধ্যমে প্রবলেম সমাধান করা বিশ্বাস করি না। Zoom, Google Meet, Any Desk এর মাধ্যমে সরাসরি প্রবলেম সলভ করি।

১০.  Softnmart Limited শুধু  Training Centre বরং বাংলাদেশের একটি বর একটি Software Company. দেশ  বিদেশের বিভিন্ন কাজের  Sample দিয়ে আপনাদের কাজ শিখানো হবে যাতে করে সবধরনের প্রবলেম সলভ করা শিখতে পারেন।

১১.  SEO Industry তে যত expensive Tool থাকুক না কেন তা আমরা শিখাবো।

১২.  আমাদের Facebook এ Secret Group এ আপনাদের সমস্যা সমাধান দেয়ার জন্য  Admin  রা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

 

Our counsellors are always available to help you. Contact Now

 

What Student’s Say

Softnmart এর Quality, শিখানো পদ্ধতি নিয়ে ভাবছেন?

এখন অনলাইন জগতে মানুষের বিভিন্ন্ ধরনের বিভিন্ন চিন্তা থাকে। কেউ ভাবে Web Developer হবো। কার কাছে স্বপ্ন থাকে Digital Marketing Specialist হওয়া কেউ বা স্বপ্ন থাকে SEO Expert হয়ে নিজের Company দেওয়া বা Affiliate Marketing করা আমাদের এই আপনাদের সবার স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই আপনাদের Career Development এর একটাই Course আমরা চালু করেছি।

যেহেতু এটা আমাদের দেশের একটা সনামধন্য Software Company সেহেতু আমাদের Team এর সব Expert রা আপনাদের Support দিবে। দেশ-বিদেশের হাজার হাজার কাজের উপর আপনার পাচ্ছেন Internship করার ‍সুবিধা। যেখানে বাস্তব অভিঙ্গতা থেকে বলছি – শান্তা যে ভাবে বোঝে শিন্তি সে ভাবে বোঝান।

 

[আপনি কি Student? আপনি কি গৃহীণী? অফিসের পর কি 3-4 ঘন্টা সময় পান? এই সব কাজের পাশাপাশি একটু একটু করে শুরু করে দিন নিজের ভাগ্য পরিবর্তনের প্রস্ততি। নিজের জন্য Family জন্য – এমন সমাজ দেশের তৈরী করেন কিছু অতিরিক্ত Income Source]

 

শান্তা যে ভাবে বোঝে শিন্তি সে ভাবে বোঝান। আপনাদের সবাই কে ভালো করে বুঝিয়ে Expert এর জায়গায় এনে দেওয়ার দায়িত্ব নিয়ে আমাদের Expert Trainer রা। শুধু মাত্র আমরা Quality হতে গুরুত্ব দিই বলেই রেখেছি Live Class and Live Project.

কারন আমরা জানি google প্রতিনিয়ত তার Algorithm Change করে তাই Recorded Class এ কোন লাভ নেই। আমরা Update থাকি তাই আমাদের Student রাও Update।

[ শুধু Freelanching নয় এই Advance SEO Course করে আপনি অনেক উপায়ে আয় করতে পারাবেন যেমন – Affiliate Marketing, FBA, Ledgen Site, Ads Campaigns (Google ads + Social Ads)

Softnmart Limited এই কোর্সের মাধ্যমে আপনাদের  কি কি Free দিচ্ছে?

যদিও আমরা কোন  product  দেয়াতে বিশ্বাস করি না  Services দেয়াতে বিশ্বাস করি। তারপর ও  Students  দের খরচ এর কথা বিবেচনা করে আমরা আপনাদের দিচ্ছি –

১. ১০০০০/- টাকার  Study Materials

২. Generate Press License Theme ( Null or GPL না সম্পূর্ণ  Paid Theme)

এই কোর্সটি শিখার পর আপনি কীভাবে আয় করতে পারবেন?

SEO হল এমন একটা Sector যা Online এর প্রায় কোন না কোন Sector এর সাথে জড়িত। বর্তমান সময়ে SEO ও Digital Marketing এর Demand আশানুরূপভাবে বৃদ্ধি পেয়েছে।

আমরা একটা জিনিস সবসময় বিশ্বাস করি ও বলি যে, চাকরি প্রার্থী না হয়ে চাকরি দাতা হও। এই বিশ্বাস থেকেই আমরা আমাদের শিক্ষার্থীদের তৈরী করি।

তারপরও যাদের Job করার ইচ্ছা থাকে, তারা কোন কোন Sector এ তাদের নিজেদের Career করতে পারবে তা তুলে ধরা হল। আরেকটা কথা আগেই বলেছি, চাকরি আপনাকে খোঁজা লাগবে না , চাকরিই আপনাকে খুঁজবে। কারন, কোন কোম্পানি যদি  SEO Expert লিখে Google এ Search দেয় তাহলে আপনার নামই Google এর First Page এ থাকবে।

১.  Amazon Affiliate  এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন (আমাদের ক্লাসের Project  Amazon Affiliate এর উপর থাকবে)।

২. নিজের  Website বা  Blog SEO করে Traffic এনে Income করতে পারবেন।

৩. Amazon FBA এর মাধ্যমে আয় করতে পারবেন।

৪.  Drop Shipping  এর ধারনা নিয়ে কাজ করতে পারবেন।

৫.  Google AdSense এর মাধ্যমে Income করতে পারবেন।

৬.  Online Marketplace যেমন  Fiverr, Upwork এ কাজ করতে পারবেন।

৭.   E-commerce Website করে ‍SEO করে Income করতে পারবেন।

৮. Social Media Marketing  করে Income  করতে পারবেন।

৯. দেশীয় কোম্পানিতে BD jobs এর মাধ্যমে  Apply করে জব করতে পারবেন।

           আমরা শুধুমাত্র Training Centre না Affiliate SEO  Company.  আমরা ভালো জানি আপনার সফলতার জন্য কি প্রয়োজন।

Advance Particle SEO Course টি কাদের জন্য:-

বিশ্ববিদ্যালয়কলেজ:

ছাত্র-ছত্রীদের জন্য এই Course টা সবচেয়ে গরুত্বপূর্ন তারা এখনই একটু একটু করে কাজ শুরু করলে পরবর্তী পযায়ে এসে নিজেরাই উদক্তা হয়ে Online Business শুরু করতে পারাবে।

চাকরি প্রার্থী:

যারা বর্তমান বাজারে চাকরির জন্য ছোটা দুটি করছেন তাদের জন্য এই টা সবচেয়ে উপযোগী Job চাকরি প্রার্থী না হয়ে চাকরী র্প্রাথী হন। তারপরও যদি Online করার ইচ্ছা থাকে তবে আপনি Job এর মাধ্যমে দেশের ভিতর বা বাইরে … করুন।

গৃহিনী:

গৃহিনী অবস্থা যারা ঘরে বসে আছেন তাদের জন্য এটা সবচেয়ে উপযোগী কারন এর মাধ্যমে আপনারা বাড়তি আয়কার আপনাদের পরিবারকে সমদৃত করতে পারাবেন।

চাকুরীজীবী বা অবসরপ্রাপ্ত:

যারা চাকুরীজীবী তার Job এরপর যদিও 3-4 ঘন্টা সময় ফ্রী থাকেন তাদের জন্য এই সময়টা কাজে লাগিয়ে আপনি বাড়তি উপার্জন করতে পারবেন। আর যারা অবসর প্রাপ্ত তারা তো পারবেনই।

Course টি করার জন্য কি কি লাগবে?

  1. সবচেয়ে যেটা প্রয়োজন তাহলে 6 মাস …. করার জন্য আপনার ধর্য সময় ও একাগ্রতা।
  2. আাপনার Laptop/PC Internet থাকতে হবে।
  3. প্রতিদিন 3-4 ঘন্টা ব্যয় করার সময় থাকতে হবে।

 

Show More

What Will You Learn?

  • Becoming a highly trained SEO specialist
  • Make any content rank high in most search engines
  • Make any website relevant
  • Turn websites into authority websites
  • Become proficient in multiple advance SEO practice